গুগল ডর্ক কি?

 

google dork

গুগল ডর্ক কি?


এডভ্যান্স সার্চিং এর ক্ষেত্রে এর ব্যাবহার অনেক গুরুত্বপূর্ণ। একে "গুগল হ্যাক" ও বলা হয়ে থাকে। 

আজকে আমি দেখাবো কিভাবে নিজেই ডর্ক বানাবেন!! 

হাতে কলমে শিখিয়ে দিবো ব্যাসিক টা!!(আমিও ব্যাসিকের বেশি পারিনা)


intitle:

allintitle:

inurl:

allinurl

intext:

define:

site:

phonebook:

maps:

book:

froogle:

info:

movie:

weather:

related:

link:

ETC ETC ETC


দেখেন কিছু dork maker word দিছি,,এইগুলোই আমাদের কাজে লাগাতে হবে,, আপনি গুগোলে কি পেতে চান,,সেটার উপর ডিপেন্ড করবে কিভাবে বানাবেন dork!! 


(এই word গুলো ছাড়াও dork বানানো যায়,তবে আমরা নিউ তাই সহজ টাই শিখবো আগে)


...

উপরের যে লিস্ট দিছি ওইটার ব্যাবহার কিভাবে করবেন আগে বুঝিয়ে দিচ্ছি,,


★intitle: (in title মানে title এর ভিতরে,, একটা website এ ডুকলে আপনি দেখতে পাবেন যে url ছাড়াও, ঠিক ওইযাইগায় অন্য লেখা show করে। যেমন facebook এ show করে Welcome to facebook... এইটাই title!! URL টা ঠিকই থাকে,কিন্তু সৌন্দর্য বাড়ানোর জন্য,এবং WEBPAGE টার ধরন তুলে ধরার জন্যই title use করা হয়!!! 

এখন সেই title টা খুজে বের করার জন্যই আপনাকে intitle: এর ব্যাবহার করতে হবে!! 

মনে করুন আপনি facebook এ ডুকবেন,কিন্তু website এর link মনে নাই,কিন্তু title টা জানেন,"welcome to facebook"

এখন dork banaben

intitle:welcome to facebook

এইভাবে search দিয়ে দেখে কয়েকটা website পাবেন যেগুলোতে welcome to fb টাও আসবে,কিন্তু আমরা তো Facebook লিখছি!!

তাহলে,,

intitle:"welcome to facebook"

এইভাবে দিন search!! দেখবেন welcome to facebook লেখা যত site আছে google এ পেয়ে যাবেন!!)


★inurl: (in url মানে url এর ভিতর। url মানে বুঝেনতো? মানে website টার link!! সেই লিংকের মাঝে হুবুহু লেখাওয়ালা website টা পেতে চাইলে আপনাকে inurl dork টা ব্যাবহার করতে হবে!! যেন ধরেন


→inurl:index.php?id=

এইটা লিখে search দিলেন!! website এর link এর ভিতরে index.php?id= এই লেখা আছে সব চলে আসবে সাইট। 

মনে করুন আপনি সাইট পেতে চাচ্ছেন

inurl:index.php?id=5

হুবুহু এইটা!!

তাহলে dork বানান

inurl:"inurl:index.php?id=5"

search দিয়ে দেখুন inurl:index.php?id=5 এই লেখা যত লিংকের ভিতরে আছে সব সাইট চলে আসবে!!

সহজ ভাবে বুঝেন বাপার টা,,মনে করুন আপনি. in(india) domain এর সব site পেতে চান,তাহলে dork হবে এমন


→inurl:.in

দেখুন অনেক সাইট পেয়ে যাবেন।

এইবার শুধু .in লিখে search দিন!! দেখবেন .in আছে url এ,,এমন সাইট আগের চাইতে খুব কম আসবে!!

...

intitle বা inurl ২ টার ব্যাবহার একসাথে কিভাবে করবেন??

মনে করুন "welcome to baby" এই লেখা আছে title এ যত সাইট এবং

index.php?id=10

এই লেখা আছে লিংকে যত সাইট একসাথে পেতে চাচ্ছেন!! তাহলে ডর্ক হবে


→inurl:"index.php?id=10" intitle:"welcome to baby"

Google এ search দিয়ে দেখেন,এই রকম যত সাইট আছে পেয়ে যাবেন!!

আমি মাত্র দুইটা বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন!

বাকি গুলোর ব্যাবাহারও এমনই!!

যেমন intext:

website এ text এর ভিতর থেকে যে কোনো একটা word search দিন। দেখবেন যত ওয়েবসাইট আছে সেই word এর।

সব পেয়ে যাবেন।

এইটুকু বুঝে থাকলে বাকিটুকুও বুঝে যাবেন"! না বুঝলে কমেন্ট করেন।


বিদ্রঃ গুগল ডর্কিং একটি এডভান্স লেভেলের সার্চিং পদ্ধতি নুব রা অনেকসময় ডর্কিং করতে গিয়ে ভুলবশত স্পাম সাইটের শিকায় হয়... তাই সচেতনভাবে এর ব্যাবহার করার জন্য অনুরোধ করলাম...

Post a Comment

0 Comments